নিশ্চিত করল যুক্তরাষ্ট্র, চীন সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

0

যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন চীন সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই তথ্য  নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, আগামী ১৬ থেকে ২১ জুন ব্লিঙ্কেন চীন ও লন্ডন সফর করবেন। 

ব্লিঙ্কেন আগামী ১৬ জুন ‍চীন সফর করলে বাইডেন প্রশাসনের তিনি হবেন সর্বোচ্চ কর্মকর্তা যিনি বেইজিং সফর করবেন। 

২ ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে গোয়েন্দা বেলুনের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। চীনের এ বেলুন যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছিল। এটি প্রায় ২০০ ফুট (৬০ মিটার) লম্বা ছিল।

পরে ৪ ফেব্রুয়ারি এফ-২২ যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের জলসীমায় পড়ে। বেলুনের ধ্বংসাবশেষ চীনকে ফেরত দেয়নি যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘বেলুনকাণ্ডের’ জেরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার চীন সফর স্থগিত করেন। ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা বেলুনের অনুপ্রবেশ দায়িত্বজ্ঞানহীন কাজ। এটা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক আইন পরিপন্থী কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here