নিলামে ভুল করে ‘অচেনা খেলোয়াড়’ কিনলেন প্রীতি জিনতা!

0

দুবাইয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ২০২৪ আইপিএলের মিনি নিলাম। সেখানে ৩২ বছর বয়সী শশাঙ্ক সিংকে দলে নিয়েছে বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। সেজন্য দলটিকে খরচ করতে হবে ২৬ লাখ ৩২ হাজার টাকার ওপরে (২০ লাখ রুপি)। তবে শশাঙ্ককে দলে নেওয়ার বিষয়ে বেশ অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে।

নিলামে যখন শশাঙ্কের নাম ঘোষণা করা হয় তখন প্রীতি জিনতার দল তাকে কেনার জন্য সম্মতি জানায়। নিলাম পরিচালনাকারী মল্লিকা সাগর শশাঙ্ককে কেনার বিষয়টি হাতুড়ির বাড়ি দিয়ে নিশ্চিত করেন। কিন্তু এরপরেই বাধে বিপত্তি। পাঞ্জাব কিংসের মালিক নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা জানান, তারা ভুল করে অন্য খেলোয়াড় ভেবে শশাঙ্ককে কেনার ব্যাপারে সম্মতি দিয়েছে। তাকে আবারও নিলামে ফিরিয়ে নতুন করে আহ্বানের কথা জানান। কিন্তু মল্লিকা সাগর জানান, সেটির আর সুযোগ নেই। শশাঙ্ককে আপনারা কিনে ফেলেছেন। 

এর আগে শশাঙ্ক সিং সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। গত আসরে তাকে ছেড়ে দেয় দলটি। এরপরে অবিক্রিত ছিলেন ওই আসরে। এবার ভুল করে হলেও তিনি দল পেলেন। তবে তিনি শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসে যোগ দেবেন কিনা, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here