গত বছরে ডিসেম্বরে চাউর হয়েছিল গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় গ্যাংস্টার দাউদ ইব্রাহিম। তবে দাউদের ঘনিষ্ঠ সহচর ছোটা শাকিল জানিয়েছিল, খবরটি ভুয়া। দাউদ সুস্থ ও ভালো আছেন।
সেই খবরের কয়েকদিন পর আবার খবরের শিরোনাম হয়েছেন দাউদ। তবে এবার অন্য কারণে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের জব্দ করা জন্মভিটাসহ তার পরিবারের মোট তিনটি সম্পত্তি নিলামে তুলে বিক্রি করেছে মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যের রত্নগিরির মুমবেক গ্রামের এসব সম্পত্তি মোট ২ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে।
জানা গেছে, চারটি সম্পত্তির মধ্যে ২টি সম্পত্তি কেনার জন্য ৪ থেকে ৩ জন দরদাম করেছেন। এই সম্পত্তির ভিত্তিমূল্য ছিল ১৫ হাজার রুপি।
দাউদ ইব্রাহিমের ওই পারিবারিক সম্পত্তি কিনেছেন সাবেক শিবসেনা নেতা ও আইনজীবী অজয় শ্রীবাস্তব। ওই সম্পত্তিতে সনাতন পাঠশালা গড়ার পরিকল্পনা করছেন বলে জানান তিনি।