নিলামে উঠছে ১৯৭৬ সালে স্টিভ জবসের সই করা চেক

0

অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস অটোগ্রাফ দিতে খুব একটা পছন্দ করতেন না। ফলে তার সই কারো সংরক্ষণে থাকার ঘটনাও একটু বিরলই বলা যায়। 

এবার নিলামে উঠছে স্টিভ জবসের একটি সই। তবে সেটা সাধারণ কাগজে দেওয়া সই নয়। ব্যবসায়িক কাজে একটি চেকে সই করেছিলেন স্টিভ জবস। চেকটিতে ১৭৫ ডলার একটি কোম্পানিকে দেওয়ার অনুমোদন দিয়েছিলেন এই প্রযুক্তিবিদ।

নিলামকারী প্রতিষ্ঠান ‌‘আরপি অকশন’ প্রত্যাশা করছে চেকটি তারা ৩৫ হাজার ডলারে বিক্রি করতে পারবে।

 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here