পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত ১০ আসরেরে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া হয়েছিল ড্রাফটের মাধ্যমে। তবে দলগুলোর আপত্তিপর একাদশ আসরে খেলোয়াড় বাছাইয়ের নিলামের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার (১৯ জানুয়ারি) পিসিবি) ঘোষণা করেছে, তারা পিএসএলের একাদশতম আসরের আগে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে। একটি বড় কাঠামোগত সংস্কারের মাধ্যমে শেষ করা হবেও বলেও উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিএসএলের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, এইচবিএল পাকিস্তান সুপার লিগ এইচবিএল ১১ খেলোয়াড় নিলাম মডেলে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে।
এতে আরও বলা হয়েছে, নতুন খেলোয়াড় নিয়োগ মডেলটি ঐতিহ্যবাহী খেলোয়াড় ড্রাফট সিস্টেমকে প্রতিস্থাপন করবে। বিবৃতিতে নিলাম মডেলে রূপান্তরকে এক দশকের সাফল্যের পর একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে। এই কৌশলগত পরিবর্তনের লক্ষ্য প্রতিযোগিতামূলক ভারসাম্য বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি এবং খেলোয়াড়দের আরও বেশি উপার্জনের সুযোগ প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সংশোধিত খেলোয়াড় অধিগ্রহণ কাঠামোর অধীনে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারে। প্রতি বিভাগে একজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড থেকে আটজন খেলোয়াড় ধরে রাখতে পারত। যার মধ্যে একজন পরামর্শদাতা, একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ড্রাফটে নবম খেলোয়াড় ধরে রাখার জন্য রাইট টু ম্যাচ বিকল্প ছিল। নতুন নিয়ম অনুযায়ী পরামর্শদাতা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং আরটিএম সম্পর্কিত নিয়ম বাতিল করা হয়েছে।
নতুন অন্তর্ভুক্ত দলগুলোকে খেলোয়াড় নিলামের আগে উপলব্ধ খেলোয়াড় পুল থেকে চারজন খেলোয়াড় নির্বাচন এবং ধরে রাখার অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে এইচবিএল পিএসএল এক্স-এ অংশ না নেওয়া একজন বিদেশী খেলোয়াড়কে সরাসরি স্বাক্ষর করার অনুমতি দেওয়া হবে। যার ফলে দলগুলো নতুন আন্তর্জাতিক প্রতিভা দিয়ে কৌশলগতভাবে স্কোয়াডকে শক্তিশালী করতে পারবে।
লিগের বাণিজ্যিক ও প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি আরও জোরদার করার জন্য খেলোয়াড়দের বেতনের পরিমাণ প্রতি ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১.৬ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। যা পিএসএলের খেলোয়াড়দের পারফরম্যান্সকে পুরস্কৃত করার এবং অভিজাত দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটারদের আকর্ষণ করবে বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতি আরও বলা হয়েছে, পিএসএল একাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। অতিরিক্তভাবে ফয়সালাবাদকে লিগ ম্যাচ আয়োজনের জন্য একটি অতিরিক্ত ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে। খেলোয়াড় নিলাম প্রক্রিয়া, সময়সূচী এবং পরিচালনা নির্দেশিকা সম্পর্কিত অতিরিক্ত বিবরণ যথাসময়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র: ডন।

