নির্বাচিত হলে রেকর্ড পরিমান উন্নয়ন করবো: আলাউদ্দিন নাসিম

0

সোমবার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হয়েছে। নৌকা প্রতীক পেয়েই ফেনী-১ আসনের ছাগলনাইয়ায় পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। 

পথসভায় আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেন, আপনারা নির্বাচনের দিন সর্বোচ্চ ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত করবেন। ৭ তারিখ আমাকে নৌকায় মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি ফেনী-১ আসনের রেকর্ড পরিমাণ উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিব, দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মো. এনায়েত উল্যাহ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জিয়াউল হক রুবেল প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here