নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : আমান

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সরকার দাবি মেনে পদত্যাগ না করলে রাজপথেই এর ফয়সালা হবে। কোনক্রমেই আর ভোট চুরি করতে দেয়া হবে না। এক্ষেত্রে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বুধবার বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগীয় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও কৃষকদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ কেন্দ্রীয়, মহানগরী, জেলা, উপজেলা, পৌর নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here