নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের

0

বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করেছে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। গত ৩১ ডিসেম্বর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানায়।

এ সময় সংখ্যালঘু নির্যাতনকারি হিসেবে চিহ্নিত কাউকে ভোট না দেয়ার জন্য বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অনুরোধ জানানো হয়। একইসাথে অতীত অভিজ্ঞতার আলোকে নির্বাচনের আগে থেকে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখার অনুরোধ জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতির প্রতি।
 
যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের জেনারেল সেক্রেটারি ড. দ্বীজের ভট্টাচার্যের সঞ্চালনায় সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুগ্ম সম্পাদক বিষ্ণু গোপ। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ঐক্য পরিষদের দুই সভাপতি অধ্যাপক নবেন্দু বিকাশ দত্ত ও ডা. টমাস দুলু রায়, সিনিয়র ডাইরেক্টর শিতাংশু গুহ, ডাইরেক্টর সুশীল সাহা, প্রদীপ মালাকার, রীনা সাহা এবং উপদেষ্টা ড. দীলিপ নাথ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here