নির্বাচন সুষ্ঠু করতে বিশেষ ৫ সুপারিশ ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির

0
নির্বাচন সুষ্ঠু করতে বিশেষ ৫ সুপারিশ ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হক সভাপতিত্ব করেন। সংগঠনের সদস্য-সচিব ও সাবেক সচিব, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. শরিফুল আলম অবস্থানপত্র তুলে ধরেন।

অবস্থানপত্রে বলা হয়েছে, অতীতের নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) অগ্রহণযোগ্যতার কারণে জাতীয় পর্যায়ে জনগণ একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায়।

নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য বিশেষভাবে পাঁচটি সুপারিশ করা হয়েছে-

১. প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন: প্রায় ৪৩ হাজার কেন্দ্রে অনলাইনভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা।

২. আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা সংযোজন: দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রম তত্ত্বাবধান ও জবাবদিহিতা নিশ্চিত করা।

৩. মাঠ প্রশাসনের কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি/পদায়ন: ডিসি, এসপি, ইউএনও, ওসি ও নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করা।

৪. অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান: নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখার জন্য ভোটের আগে থেকে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো।

৫. নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্ব: যেকোনো রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

ড. শরিফুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রদর্শন করতে হবে।

ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি মনে করে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর গণতন্ত্রের পথে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here