নির্বাচনকে সামনে রেখে মায়ানমারের ইয়াঙ্গুন শহরে দীর্ঘদিন ধরে চলা কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জান্তা জানায়, শনিবার থেকে রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কার্যকর থাকা কারফিউ প্রত্যাহার করা হবে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ইয়াঙ্গুনে গণতন্ত্রপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কঠোর কারফিউ জারি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা সংক্ষিপ্ত হলেও পুরোপুরি তুলে নেওয়া হয়নি এতদিন।
জান্তা মুখপাত্র জাও মিন তুনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়াঙ্গুন অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা এখন উন্নতি করছে।’
বিবৃতিতে আরো বলা হয়, মানুষের চলাচলের সুবিধা, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অভ্যুত্থানের পর থেকে দেশটি কার্যত গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে ৩৬ লাখের বেশি মানুষ এবং দেশের অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্যের নিচে নেমে গেছে।
রবিবার থেকে ধাপে ধাপে শুরু হতে যাওয়া নির্বাচনকে জান্তা সরকার ‘গণতন্ত্রে ফেরার পথ’ বলে দাবি করলেও, বিরোধী পক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে সামরিক শাসনের নতুন রূপ দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে। সাবেক নেত্রী অং সান সু চি এখনো কারাবন্দি, আর তার দল কার্যত নিষিদ্ধ।
সূত্র: স্ট্রেইটস টাইমস

