নির্বাচন মনিটরিংয়ে ডেস্ক খুলেছে আওয়ামী লীগ

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনিটরিং করছে আওয়ামী লীগের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটি। এ জন্য বিভাগভিত্তিক ডেস্ক খোলা হয়েছে ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। শনিবার আওয়ামী লীগের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটির সদস্য আবদুল হকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের লিয়াজোঁ ও নির্বাচন সংক্রান্ত মনিটরিং উপ-কমিটির আহ্বায়ক রশিদুল আলম এবং সদস্য সচিব বি. এম. মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন মনিটরিং কার্যক্রম চলছে। ১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য কিমিটির কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচন সংক্রান্ত যে কোনও প্রয়োজনে সার্বিক সহযোগিতার জন্য চালু করা হয়েছে বিভাগভিত্তিক ডেস্ক। নির্বাচন সংক্রান্ত যে কোন সমস্যা জানানোর জন্য আহ্বান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here