নির্বাচন বর্জনের আহ্বানে নিউইয়র্কে র্যালি করেছে বিএনপি। নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ২৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজা এলাকায় এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি থেকে বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের স্লোগান তোলা হয়।
স্টেট বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় এই র্যালিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শারাফত হোসেন বাবু। আরো বক্তব্য দেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভূইয়া, গণতন্ত্র পুনরুদ্ধার কমিটির সভাপতি ভি পি জসিম, নিউইয়র্ক মহানগর ( দক্ষিন) বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, সদস্য সচিব বদিউল আলম।