নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন উৎসবমুখর করতে আমরা প্রচার, উদ্দীপনামূলক এবং টিভিসি প্রস্তুতের কাজ করছি। নির্বাচনের তারিখ পেছানোর কোনো চিন্তা নেই বলেও জানান তিনি। ইসি রাশেদা বলেন, আগে ভোটারদের ভয়ভীতি দেখালে শাস্তির বিধান ছিল না। এবার সংশোধিত আইনে ভয়ভীতি প্রদর্শনকারীকে শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগের আট জেলার রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাঠ প্রশাসনে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেই- এটি সত্য নয়। এক দিনের নোটিসে আজ (গতকাল) প্রস্তুতি সভা করেছি। এ থেকে বুঝা যায় মাঠ প্রশাসনে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে কি না। কে হরতাল-অবরোধ দিবে তা আমরা বলতে পারব না। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বর্তমানে ভোটের যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ বজায় থাকবে। ভোটাররা সংসদ সদস্য হিসেবে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই সংসদে যাবেন। আসন্ন নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে কি না তা নিয়ে কমিশন চিন্তা করছে। নির্বাচনের তারিখ পেছানোর কোনো চিন্তা নেই বলে জানান নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, বিজিবি উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।