নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা

0
নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া, প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে। 

মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দফতরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিয়োজিত থাকবেন আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এই ১৩ জনের মধ্যে তিনজনের কাছে হাতিয়ার থাকবে। ১০ জন থাকবেন অস্ত্র ছাড়া। এই দশজনের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য ভোটকেন্দ্রে থাকবেন।

তিনি বলেন, এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় হাতিয়ারসহ একজন আনসার নিয়োজিত থাকবেন। 

নির্বাচনের সময় নয়দিনের জন্য আনসার চাওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সময় এই বাহিনীর ভূমিকা সবচেয়ে ভাইটাল।

নির্বাচনের আগে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র সবসময়ই কিছু বাইরে থাকে। দুইদিন আগেও দেখেন আটটি অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে অস্ত্র উদ্ধার হতেই থাকবে। এক সময় দেখবেন বাইরে আর কোনো অস্ত্র নেই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here