নির্বাচনে নিষিদ্ধ হলো তানজানিয়ার প্রধান বিরোধী দল

0

চলতি বছরের জাতীয় নির্বাচনে নিষিদ্ধ হয়েছে তানজানিয়ার প্রধান বিরোধী দল চাদেমা। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত আচরণবিধির নথিতে স্বাক্ষর করতে ব্যর্থ হওয়ায় দলটিকে জাতীয় নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তানজানিয়ার স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের পরিচালক রামাধনি কাইলিমা বলেছেন- চাদেমা নির্বাচনের জন্য নির্ধারিত আচরণবিধির একটি নথিতে স্বাক্ষর করতে ব্যর্থ হয়েছে। যেটি শনিবারের মধ্যে করার কথা ছিল। এর অর্থ হচ্ছে- দলটি অক্টোবরের নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়েছে। 

গত সপ্তাহে দক্ষিণ তানজানিয়ায় প্রচারণা অভিযানে নির্বাচনী সংস্কারের অহ্বান জানান চাদেমার নেতা টুন্ডু লিসু। পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়।

১৯৭৭ সাল থেকে দেশটির ক্ষমতায় রয়েছে সিসিএম পার্টি। এবারও এই দলটিই ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের পরিচালক বলেছেন, যেসব দল আচরণবিধিতে স্বাক্ষর করেনি তারা সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে না। চাদেমাকে ২০৩০ সাল পর্যন্ত যেকোনও উপনির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে শনিবার আগে থেকেই চাদেমা জানিয়ে দেয় নির্বাচনী ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে তারা আচরণবিধি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। দেশটিতে সংসদীয় এবং প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। যেখানে বিরোধী দলীয় নেতা টুন্ডু লিসু বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here