বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই বছর ৩ মাস পর আদালতে ভোট পুনর্গণনায় ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান খলিফা নামে এক প্রার্থী। রবিবার আদালতে ভোট পুনর্গণনা শেষে আসাদুজ্জামান খলিফাকে বিজয়ী ঘোষণা করেন আদালত।
আদালত সূত্রে জানায়, ২০২১ সালের ১১ নভেম্বরের স্থানীয় সরকার নির্বাচনে ওই উপজেলার বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তিন জন প্রার্থী মামুন পাইক, আসাদুজ্জামান খলিফা ও লাল মিয়া পাইক প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ওয়ার্ডের বিএইচপি একাডেমি কেন্দ্রে ভোট শেষে প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান প্রার্থী আসাদুজ্জামান খলিফাকে ১১৮৯ ভোট, লাল মিয়া পাইককে ১ ভোট এবং মামুন পাইককে ১২৮০ ভোট প্রাপ্তির ফলাফল ঘোষণা করে মামুন পাইককে বিজয়ী ঘোষণা করেন। এর বিরুদ্ধে ২০২২ সালের ৪ জানুয়ারী পুনরায় ভোট গণনার জন্য বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে আবেদন করেন প্রার্থী আসাদুজ্জামান খলিফা।