নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট সুইডেন : আখতার আহমেদ

0
নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট সুইডেন : আখতার আহমেদ

নির্বাচনের কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন কমিশনের নেওয়া সার্বিক কার্য প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। 

আজ দুপুর পৌনে তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরুদ্দিন ও চার নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সুইডিশ রাষ্ট্রদূত। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান  ইসি সচিব।

তিনি বলেন, আজ সুইডেনের রাষ্ট্রদূত এসেছিলেন নির্বাচন উপলক্ষ্যে নেওয়া আমাদের সার্বিক পরিস্থিতি জানার জন্যে এবং আমাদের নির্বাচনের পার্টি রেজিস্ট্রেশন, আপিল, পোস্টাল ভোটের টেকনিক্যাল ব্যাপার সমূহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপতথ্য রোধ-এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা কীভাবে কাজ করছি তা জানতে চেয়েছিলেন। আমাদের কাছ থেকে এই সমস্ত বিষয়ে বিশদভাবে জানার পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, বিশেষত অপতথ্যগুলোকে আমরা কীভাবে মোকাবিলা করছি আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের পর্যালোচনাটা কী তিনি তা জেনেছেন। বলেছেন যে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা যেন ওনাদের বলি, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবেন।

ইসি সচিব বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের যে ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি ও প্ল্যান আছে তা তাকে জানিয়েছি। তিনি তা খুব ভালোভাবে গ্রহণ করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফাস্ট সেক্রেটারি হিউম্যান রাইটস ডেমোক্রেসি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি এবং নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here