নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া

0
নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-কে এই তথ্য জানিয়েছেন হায়ার পিপলস অ্যাসেম্বলি নির্বাচনী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমাদ।

তিনি জানান, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের মোট ২১০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশে (৭০টি আসন) সরাসরি মনোনয়ন দেবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলো নির্বাচিত হবে পরোক্ষভাবে।

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন পরিচালনার কাজে কমপক্ষে ২০ শতাংশ নারী যুক্ত থাকবেন বলেও জানান মোহাম্মদ তাহা আল-আহমাদ। পুরো নির্বাচন আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণে পরিচালিত হবে। সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here