নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার সময় জানা যাবে

0
নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার সময় জানা যাবে

বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের বৈঠকে আগামী বছরের অমর একুশে বইমেলার সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে।  বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার সময়সূচি ঘোষণা করা হবে।

রবিবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বাংলা একাডেমির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কয়েকটি সম্ভাব্য সময়ের কথা বলে।  রাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়।  

এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here