বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে নব্য ফ্যাসিস্টরা দেশে অরাজকতা সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, দ্রুত জাতীয় নির্বাচন না দিলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টরা দেশের স্থিতিশীলতা নষ্টে মাঠে নেমে পড়বে।
শুক্রবার (২১ মার্চ) যশোরের শার্শা উপজেলা বাইকোলা বাজারে কায়বা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদা, উপজেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকআশরাফুল ইসলাম মিঠু, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান প্রমুখ।