নির্বাচনের আগে বিদেশি বিনিয়োগে বড় লাফ

0
নির্বাচনের আগে বিদেশি বিনিয়োগে বড় লাফ

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক টানাপোড়েন চললেও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রবাহে শক্তিশালী উল্লম্ফন দেখা গেছে। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই প্রান্তিকে নিট এফডিআই দাঁড়িয়েছে ৩১৫.০৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ১০৪.৩৩ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২০২ শতাংশ বেশি। টানা দুই প্রান্তিকে এই প্রবৃদ্ধিকে বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর—এই ৯ মাসে মোট নিট এফডিআই প্রবাহ পৌঁছেছে ১.৪১ বিলিয়ন মার্কিন ডলারে।

আগের বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৭৮০ মিলিয়ন ডলার। ফলে বছর ব্যবধানে নিট এফডিআই প্রবাহ বেড়েছে প্রায় ৮০ শতাংশ। শুধু মোট অঙ্ক নয়, এফডিআইয়ের সব উপাদানেই উন্নতির ধারা স্পষ্ট।
ইকুইটি বিনিয়োগ ৩১.৬৯ শতাংশ বেড়ে ২০২৪ সালের ৭৬.৭৯ মিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে ১০১.১২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে পুনর্বিনিয়োগকৃত আয়ে (রিইনভেস্টেড আর্নিংস)। ২০২৪ সালে যেখানে এই খাতে বিনিয়োগ ছিল ৭২.৯০ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে তা বেড়ে হয়েছে ২১১.৪৭ মিলিয়ন ডলার।

সূত্র : কালের কণ্ঠ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here