নির্বাচনের আগে প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আহ্বান জামায়াত আমিরের

0

নির্বাচনের আগে সকল যুব সমাজ এবং প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানালেন কুয়েত সফরে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ‘ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা, দেশে বিনিয়োগে ব্যবসায়ীক লাইসেন্সের জন্য ওয়ানস্টপ সার্বিস ব্যবস্থা, প্রবাসী মন্ত্রণালয়ে প্রবাসীদের অগ্রাধিকারসহ সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করা হবে।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুয়েতে আগমন উপলক্ষে সালুয়া সী সাইডে জুমেরিদা হলে এই সুধী সমাবেশের আয়োজন করে 
বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত। গত বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে প্রকৌশলী রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে কুয়েত বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কুয়েত মানবাধিকার কমিশনের কর্মকর্তা, কুয়েত সংসদের প্রাক্তন পার্লামেন্ট মেম্বার আদেল দামকী, ইসলাম প্রেজেন্টেশন কমিটি আইপিসি কর্মকর্তা আম্মায় আল কান্ডারী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, সাধারণ সম্পাদক মো. এমাদ, কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) কুয়েত চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোশিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার জুলফিকার পথিক, এলডিপি কুয়েত শাখার সভাপতি জাফর আহম্মদ চৌধুরীসহ কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here