নির্বাচনকে সামনে রেখে জাল টাকা ছড়াছড়ির শঙ্কা

0
নির্বাচনকে সামনে রেখে জাল টাকা ছড়াছড়ির শঙ্কা

নির্বাচনকে সামনে রেখে রংপুরে জাল টাকা ছড়াছড়ির শঙ্কা দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুই স্থানে জাল টাকা, জাল টাকা বানানোর সরঞ্জামসহ দুইজন গ্রেফতার হওয়ায় অনেকের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে, এসব টাকা নির্বাচনে ব্যবহার হত? এদিকে জাল টাকা রোধে র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠেছে। 

র‌্যাব সূত্র জানায়, গোয়েন্দা তৎপরতায় সাম্প্রতিক সময়ে রংপুরে জাল নোটের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর দক্ষিণকানি গ্রামের মানিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে জাল নোট তৈরির ২৪ প্রকার সরঞ্জামাদি এবং জাল নোটসহ জাল নোট তৈরির মূলহোতা শামসুল হকের ছেলে মো. মানিক মিয়াকে (২৮) গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ৫০০ টাকার ১৭টি জাল নোট ৮ হাজার ৫০০ টাকা, ৫০ টাকা মূল্যমানের ২৪০টি জাল নোট ১২ হাজার টাকা, ৫০০ টাকার নোটের এক পাশ প্রিন্ট করা ৫টি কাগজ। এর আগে সোমবার রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এসময়  মো. ইয়াসিন আলী (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

রংপুর র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানায়, গ্রেফতার মানিক একজন পেশাদার জাল টাকা ব্যবসায়ী। এই ধরনের প্রতিটি চক্রকে গ্রেফতার এবং জাল নোট উদ্ধারে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here