নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

0
নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিরাপত্তা সতর্কতার কথা জানানো হয়।

সেখানে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও র‌্যালির পরিমাণও বাড়বে।

বিজ্ঞপ্তিতে আরও মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে যোগ করা হয়, শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও সংঘর্ষে রূপ নিতে পারে এবং সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এসব বিক্ষোভ এবং আপনার বিক্ষোভ এড়ানো উচিত যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

হালনাগাদ তথ্য জানতে, স্থানীয় সংবাদপত্র ও মিডিয়া থেকে নিয়মিত আপডেট নেয়ার পাশাপাশি ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here