নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির

0
নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান সেবা অব্যাহত রাখবে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংশোধন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনাটি ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদেরও পাঠিয়েছেন।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ডাটাবেইজে অন্তর্ভুক্ত ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য নাগরিককে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

এছাড়া দেশের অভ্যন্তরে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির লক্ষ্যে আবেদনকারী যোগ্য নাগরিকদের নিবন্ধন কার্যক্রম পূর্বের ন্যায় রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক চালু থাকবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে সকল প্রকার সংশোধন ও আবাসস্থল পরিবর্তন অথবা অন্যবিধ কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্যও নির্দেশনা প্রদান করেছে ইসি।

সূত্র : বাংলানিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here