নির্বাচকদের সঙ্গে আলোচনা শেষে যা বললেন পাপন

0

নির্বাচকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার দুপুরে বেক্সিমকোর ধানমন্ডির অফিসে নির্বাচকদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি।

বৈঠক শেষে বিসিবি সভাপতি গণমাধ্যমে বলেন, ‘ইমার্জিং দল, বাংলা টাইগার্সের কী অবস্থা এসব নিয়ে আলোচনা হয়েছে। ওরকম (অধিনায়কত্ব) কোনো আলোচনাই হয়নি। ধারাবাহিকভাবে মিটিং চলছে।’

বিশ্বকাপ ও এশিয়া কাপে এই দুই টুর্নামেন্ট সামনে রয়েছে। এই দুই টুর্নামেন্টে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। শুরুতে মেডিকেল ও ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। এর আগেই এশিয়া কাপের জন্য দল ঘোষণার কথা রয়েছে।

এর বাইরে আরও একটি ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব করবেন কি না এ নিয়ে ধোঁয়াশা আছে। অবসর নাটকীয়তার পর দেড় মাসের বিরতিতে গেছেন। পিঠের চিকিৎসা করিয়ে তিনি ফিরেছেন লন্ডন থেকে। কয়েকদিনের ভেতর অধিনায়কত্বের বিষয়টিও পরিষ্কার করার কথা রয়েছে তার।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here