নিরাপদ পানির অভাবে ডায়রিয়া বাড়ছে মোরেলগঞ্জে

0

বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ পানির অভাবে পানিবাহিত রোগ ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। গত ছয় দিনে ৩০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপে ৫০ শয্যার এ হাসপাতালটির বারান্দা ও মেঝেতে স্থান নিয়েছেন রোগীরা।

এছাড়াও স্থানীয় ক্লিনিক ও নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এ রোগে নারী ও শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। অতিরিক্ত গরম ও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নিরাপদ পানির সংকটে মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত এসব রোগ থেকে রক্ষা পেতে হাসপাতালের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত সকলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here