নিরাপত্তা রক্ষায় ইরানের কোনো সীমা নেই: প্রতিরক্ষামন্ত্রী

0

নিরাপত্তা রক্ষায় ইরানের কোনো সীমা নেই: প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদরেজা আশতিয়ানি বলেছেন, ইরান অন্যান্য দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের কোনো সীমা নেই।

বুধবার মন্ত্রিসভার অধিবেশনের ফাঁকে আশতিয়ানি ইরানের আশপাশ অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ‘এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, ইরানকে হুমকি দেয় এমন যে কোনো কিছুর বিরুদ্ধে আমরা প্রতিক্রিয়া জানাব। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া হবে আনুপাতিক, নির্ণায়ক ও কঠোর।

আশতিয়ানি বলেন, ইরান সব দেশের সার্বভৌমত্ব, স্বার্থ, তাদের অধিকার ও আইন এবং সব দেশের, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here