নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে ১৩ ‘জঙ্গি’ নিহত

0
নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানে ১৩ ‘জঙ্গি’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে অন্তত ১৩ জন সন্দেহভাজন ‘জঙ্গিকে’ হত্যা করেছে। পাশাপাশি খাইবার পাখতুনখওয়ার আপার সাউথ ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুটি ঘটনায় নিখোঁজ হয়েছেন দুই এসআইসহ সাত পুলিশ সদস্য।

রবিবার সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখওয়ার মালাকান্দ জেলায় চালানো অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত ও আরও ৮ জনকে আটক করা হয়েছে। এ অভিযানটি চালানো হয় পুলিশ, লেভিস, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও জেলা প্রশাসনের সমন্বয়ে।

আইএসপিআরের ভাষ্য, গোয়েন্দা সূত্রে জঙ্গিদের অবস্থানের তথ্য পাওয়ার পর মালাকান্দে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিনিময়ের পর জঙ্গিদের দুটি গোপন আস্তানা ধ্বংস এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিহতদের ‘ভারতীয় প্রক্সি’ বলে দাবি করেছে সামরিক বাহিনী।

অন্যদিকে, বেলুচিস্তানের কালাত জেলায় ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের’ সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেখানেও ব্যাপক গুলিবিনিময়ের পর নিহত হয় চার ‘জঙ্গি’। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

এছাড়া মালিকশাহী এলাকায় একটি ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন এক নারী এবং আহত হন আরেক নারী ও এক কিশোরী। তবে এই ড্রোন হামলার উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

এদিকে, আপার সাউথ ওয়াজিরিস্তানের পৃথক দুটি ঘটনায় নিখোঁজ হয়েছেন দুই এসআইসহ সাত পুলিশ সদস্য। স্থানীয় প্রশাসন মনে করছে, তাদের অপহরণ করা হয়ে থাকতে পারে।

সূত্র: কুনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here