নিরাপত্তা ঝুঁকিতে দর্শকশূন্য মাঠে হবে আইপিএল

0
নিরাপত্তা ঝুঁকিতে দর্শকশূন্য মাঠে হবে আইপিএল

নিরাপত্তা শঙ্কার কারণে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের দুটি ম্যাচ। গত ৯ জানুয়ারি শুরু হওয়া নারী প্রিমিয়ার লিগে এই সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণে ওই দুই ম্যাচে স্টেডিয়ামে কোনো দর্শক প্রবেশ করতে পারবেন না।

আগামী ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগের দিন ১৪ জানুয়ারি এবং ভোটের দিন ১৫ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত নারী আইপিএলের ম্যাচগুলো দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪ জানুয়ারি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে ইউপি ওয়ারিয়র্স। পরদিন ১৫ জানুয়ারি একই দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। তবে নিরাপত্তার কারণে ওই দুই দিন কোনো দর্শক মাঠে ঢুকতে পারবেন না।

নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত পুলিশ মোতায়েন সম্ভব না হওয়ায় নিরাপত্তা ঝুঁকির কথা বিসিসিআইকে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরই দর্শক ছাড়া ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড।

এদিকে ১৬ জানুয়ারির ম্যাচেও দর্শক প্রবেশ নিয়ে শঙ্কা রয়েছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ওই দিনের ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here