নিরাপত্তার কারণে ইরানের রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন বাতিল

0
নিরাপত্তার কারণে ইরানের রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন বাতিল

নিরাপত্তার কারণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি রাষ্ট্রদূতের জরুরি সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)  প্রেসক্লাবে নির্ধারিত সংবাদ সম্মেলন করার থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। 

আফগানিস্তান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরানে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দামের সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে অনুষ্ঠানে আসা সাংবাদিকরা দাবি করেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি এবং নিরাপত্তার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করা করেনি। এদিকে ইরানের সহিংস আন্দোলনের মুখে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

অন্যদিকে সামরিক তৎপরতা বাড়াতে মধ্যপ্রাচ্যে আসছে মার্কিন বিমানবাহী রণতরী। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে গিয়েছিল মার্কিন সরকার। এ কারণে মধ্যপ্রাচ্যে কোনও রণতরী ছিল না। তা আবার ফেরত আনছে মার্কিন প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here