নিয়োগ পরীক্ষায় সবাই ফেল, বাতিল হলো পরীক্ষা

0

নেত্রকোনার মদনে নিয়োগ পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই ফেল করায় নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার মদন উপজেলার জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। 

কলেজ সূত্রে জানা গেছে, মদন জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ল্যাব সহকারী ৪ পদে (উদ্ভিদ ও প্রাণীবিদ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন,পদার্থ) জনবল নিয়োগের জন্য গত ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে শনিবার কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ৪টি পদে ২৪ জন প্রার্থী অংশ নেয়। এতে সবাই ফেল করেন। লিখিত এ পরীক্ষায় কেউই পাস মার্ক পায়নি। তাই নিয়োগ পরীক্ষাটি বাতিল করেন নিয়োগ কর্তৃপক্ষ।  

কলেজের গর্ভনিং বডির সভাপতি ও ইউএনও মো. শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী না পাওয়ায় নিয়োগের কার্যক্রম বাতিল করা হয়েছে। পরবর্তী সভা করে জনবল নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here