কক্সবাজারের রামু উপজেলার একটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় কলিম উল্লাহ (২৫) নামের ট্রাকটির চালক মারা গেছেন। সোমবার রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা তচ্ছাখালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কলিম উল্লাহ কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের টেইলাপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে।
নিহতের পরিবার জানায়, রাতে মাটি আনতে কলিম উল্লাহ ট্রাক নিয়ে বের হন। কাউয়ারখোপ উখিয়াঘোনা এলাকায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।