সিরাজগঞ্জের কাজিপুরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুনছুর আলী (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা রিয়াদ নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইকরতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুনছুর আলী কাজিপুর উপজেলার পাচগাছী এলাকার মো. কালাম মিয়ার ছেলে।
তিনি আরও জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।