নিয়ন্ত্রণ হারিয়ে অটোচালক নিহত

0

চাঁদপুরের ফরিদগঞ্জ রূপসা এলাকায় কুকুর বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চালক সড়কের পাশে দেয়ালে ধাক্কা লেগে শাহ আলম (৪৮) নিহত হয়েছেন। শুক্রবার সকালে রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহ আলম উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ব্যাপারী বাড়ির মৃত আইউব আলীর ছেলে। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান কাউসারুল আলম জানান, অটোরিকশাটি ৩ জন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাচ্ছিল। পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গেলে একটি কুকুর সামনে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে পাশের কবরস্থানের দেয়ালে অটোরিকশাটি ধাক্কা লাগলে চালক শাহআলম সহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here