নিয়ন্ত্রণে নরসিংদীর বাবুর হাটের আগুন

0

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুর হাটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

তবে এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি স্থানীয় বণিক সমিতি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করবেন।

নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিট কাপড় পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় কমপক্ষে অর্ধশতাধিক দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস আরো জানায়, বাজারের ভিতরে সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয়েছে।
 
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি । কোনো হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here