নিম্নচাপে বৈরী আবহাওয়া খুলনায়

0

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে খুলনাসহ উপকূলীয় অঞ্চলে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। মাঝে মধ্যে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। নদীতে স্বাভাবিক জোয়ারের তুলনায় পানি বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় ভোগান্তি পড়েছে নিম্নআয়ের মানুষ। হঠাৎ বৃষ্টিতে কাজে বের হতে পারেননি দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন চলাচল সীমিত রয়েছে। তবে জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে অনেকেই কাকভেজা হয়ে ঘরে ফিরেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here