নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

0

ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে নিজ শিশু কন্যাকে ধর্ষণ মামলায় বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।

র‌্যাব জানায়, ভিকটিমের মায়ের সাংসারিক কাজ করতে গিয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে আগুনে পা পুড়ে যায় এবং দীর্ঘ ৩ মাস মেডিকেলে চিকিৎসা গ্রহণ করেন। সে সুযোগে বাবা ভিকটিমকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে। পরে ভিকটিমের মা চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখেন তার মেয়ে কোনো খাবার গ্রহণ করলে বমি করছে। বিষয়টি সন্দেহ হওয়ায় ভিকটিমের মা ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে আসামি বাবা বাধা দেয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩, দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এবং র‌্যাব-৪, সাভার সিপিসি-২ যৌথভাবে ঢাকা জেলার আশুলিয়ার নইয়ারহাটি এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার শিশু ধর্ষণ মামলার আসামি মো. ইউসুফ আলীকে গ্রেফতার করে। গ্রেফতার ইউসুফ আলী ঠাকুরগাও জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি এ ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here