নিজ বাড়ি থেকে কাউন্সিলরের অর্ধগলিত লাশ উদ্ধার

0

নিজ বাড়ির খাটের উপর পড়ে থাকা দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের (৪৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পার্বতীপুর পৌরসভার ইনস্টিটিউট মাঠ সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি ওই বাসায় একাই থাকতেন। জাহাঙ্গীর আলম তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ তিনি একাই ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। গত রবিবার সকালে কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে বাজারে দেখতে পান এলাকাবাসী। এ সময় শারীরিক অসুস্থতার কথা বলে নিজ বাসায় চলে যান তিনি। এরপর গত দু’দিন তাকে আর দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যার পর তার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ বাড়িতে ঢুকে খাটের ওপর তার অর্ধগলিত লাশ দেখতে পায়। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। খবর শুনে পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেনসহ ওয়ার্ড কাউন্সিলররা ঘটনাস্থলে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here