নিজ বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
নিজ বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় মালয়ালম চলচ্চিত্র অভিনেতা অখিল বিশ্বনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার বাড়ি থেকে তার ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, অখিলের মা গীতা যখন কাজের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন ঘরের ভেতর সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মাত্র তিন মাস আগেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অখিলের বাবা চুঙ্কাল চেঞ্চেরিভল্লাপ্পিল। বর্তমানে তার চিকিৎসা চলছে।

অভিনেতা অখিলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নির্মাতা সানাল কুমার শশীধরন ও অভিনেতা জোজু জর্জসহ ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী।  

অভিনয়ের পাশাপাশি মোবাইল ফোন মেরামতের কাজ করতেন তিনি। কিছুদিন ধরে কাজ বন্ধ করে দিয়েছিলেন। এদিকে অখিলের মৃত্যুতে অভিনেতা মনোজ কুমার এক শোকবার্তায় লিখেছেন, ‘তুমি কী করেছ অখিল?’ পরিচালক সানাল কুমার লিখেছেন, ‘অখিলের আত্মহত্যার খবরটি হৃদয়বিদারক।

তিনি অত্যন্ত কষ্টে ভরা জীবন থেকে সিনেমায় এসেছিলেন। মালয়ালম সিনেমায় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ‘চোলা’র মতো একটি সিনেমাই যথেষ্ট ছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সে আত্মহত্যা করেছে। আমি গভীরভাবে দুঃখিত। আমি জানি না এই অকাল মৃত্যুর কারণ কী।’ 

শিশুশিল্পী হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘চোলা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি বেশ জনপ্রিয় এবং ব্যবসা সফল হয়েছিল। অসাধারণ গল্প আর অভিনয়ের জন্য সিনেমাটি ২০১৯ সালে রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়া ‘অপারেশন জাভা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here