নিজ ফ্ল্যাট মিলল ভারতীয় অভিনেত্রীর মরদেহ

0

কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত নিজ ফ্ল্যাট থেকে ভারতীয় মালায়লাম সিনেমার অভিনেত্রী রেঞ্জুসা মেননকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন। যে ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে স্বামীর সঙ্গে বাস করতেন তিনি। তার স্বামী মনোজও একজন মালায়লাম অভিনেতা।

জানা গেছে, অভিনেত্রী রেঞ্জুসা গত কয়েক মাস ধরে নাকি আর্থিক সমস্যায় ভুগছিলেন। শ্রীকরিয়াম পুলিশ তার মৃত্যুর তদন্ত শুরু করেছে। তার স্বামী মনোজের পেশাও অভিনয়। রেঞ্জুশার মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার এবং বন্ধুরা। অভিনয় ছাড়াও মেনন একজন পেশাদার ভরতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। ধারাবাহিকে কাজ করার আগে তিনি টেলিভিশনে সঞ্চালক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here