বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ ঘরে পুড়ে নিহত হয়েছেন আলী আকবর ফরাজী (৭০) নামে এক বৃদ্ধ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বহরবুনিয়া ইউনিয়নের পূর্ব বহরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলী আকবর ফরাজী ওই গ্রামের হরমুজ আলী ফরাজীর ছেলে। ঘটনার রাতে টিনশেড পাকা ভবনের ওই বসতঘরে তিনি একা ছিলেন।
ইউনিয়ন চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার বলেন, আলী আকবর ফরাজী ঘরে একা ছিলেন। আগুনে পুড়ে সে মৃত্যুবরণ করেছে। কীভাবে ঘরে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে মোরেলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।