নিজের স্বার্থের ঊর্ধ্বে দেশের কথা ভাবতে হবে : তথ্য উপদেষ্টা

0
নিজের স্বার্থের ঊর্ধ্বে দেশের কথা ভাবতে হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্যান্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।

বুধবার ঢাকায় বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম জন্মদিবস উপলক্ষ্যে ‘রুটস টু লিগ্যাসি : প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

স্কুলের সাবেক শিক্ষার্থী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আজ তিনি প্রধান অতিথি হিসেবে নয়, ভিকারুন্নেসা নূন স্কুল পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছেন। 

তিনি বলেন, এই স্কুল অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। এই স্কুলকে যারা মহিমান্বিত করেছেন, শ্রম দিয়েছেন সেই মানুষ গড়ার কারিগরদের প্রতি জানাই অশেষ শ্রদ্ধা।

পরিবেশের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ-গ্লাসে ফেরত যাচ্ছি। এটা মূল্যবোধের বিষয়। যারা এখানে আছেন তারা বাবা-মাকে, পরিবারকে প্লাস্টিকের ব্যাগের বদলে আগের মতো চটের ব্যাগ ব্যবহার করতে অনুরোধ করবেন। প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পর্যন্ত পাওয়া যাচ্ছে। এর জন্য মানুষের অসচেতনতা দায়ী।

তিনি বলেন, আপনাদের রাজনীতি সচেতন হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সফলতা শুধু ব্যক্তি ও পরিবার উদযাপন করে, কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা সমাজ ও রাষ্ট্র উদযাপন করে। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তী কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

আলোচনা শেষে স্কুল ও কলেজের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সৈয়দা রিজওয়ানা হাসান সবাইকে নিয়ে কেক কাটেন এবং বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here