ইংল্যান্ডের চেমসপোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডেতে আজ (১২ মে) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রথম ম্যাচে অতৃপ্তি ছিল টাইগারদের ব্যাটিং নিয়েও। আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে এ ম্যাচে খেলতে নামছেন হাতুরাসিংহের শিষ্যর। ম্যাচের আগে বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নিজের ব্যাটিং নিয়ে তাইজুল ইসলাম বলছিলেন, ‘যখন আমাদের কালকে দ্রুত উইকেট পড়ে গেল, আমার দায়িত্বটা ছিল, আমার সঙ্গে যে ব্যাটার আছে তাকে আমি কতটা সাহায্য করতে পারি। হয়তো আমিও সেখানে অনেক ডট বল খেলেছি। তবে আমার কাছে মনে হয়েছে যে, দলের চাহিদা সেটাই ছিল। আমি মনে করি, আমার কিছুক্ষণ উইকেটে থাকার কারণে, জুটি হওয়ার কারণে দলের রানটা একটু বেড়েছে।’
ইংল্যান্ডের মাটিতে পেসাররাই সাহায্য পান বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দেখা গেছে তার ছাপ। দুই দলের পেসাররাই দাপট দেখিয়েছেন। তবে তাইজুলও একটি উইকেট নিয়েছেন। এই স্পিনার বলছেন, লাইন-লেংথ ঠিক রাখতে পারলে ভালো করবেন তারাও।