নিজের বোলিং নিয়ে মাতামাতির কিছু দেখছেন না শান্ত

0

ব্যাটার হিসেবে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটার তিনিই। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১ সেঞ্চুরিতে ১৯৬ রান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও বটে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শান্ত সফল ছিলেন বল হাতেও। কিছুতেই যখন উইকেটের দেখা মিলছিল না, তখন উইকেট এনে দেন। গুরুত্বপূর্ণ সময়ে তিন ওভারে ১০ রান দিয়ে নেন এক উইকেট। এরপর থেকে সব জায়গাতেই শান্তর বোলিং নিয়ে আলোচনা হচ্ছে। তবে তিনি বলছেন, একদিনের বোলিং দেখেই এত মাতামাতির কিছু নেই।

বোলিংয়ে আসার আগে অধিনায়কের সঙ্গে কী কথা হয়েছিল এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমাকে শুধু বোলিং করার আগের ওভারে বলেছিল বোলিং করা লাগবে। ওভাবেই কথা হয়েছে। বেশির ভাগ কথা হয়েছে মিরাজের সঙ্গে, ও কীভাবে দশ ওভারের স্পেল শেষ করেছে। ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here