বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে আয়ারল্যান্ডের হয়ে প্রথমবার সাদা পোশাকে খেলতে নেমেছিলেন লরকান টাকার। আর অভিষেক ম্যাচেই তিনি ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। তবে এত তাড়াতাড়ি সেঞ্চুরি পাওয়ার কথা টাকার নিজেও ভাবেননি।
তৃতীয় দিন শেষে দলসেরা এই পারফর্মার সংবাদ সম্মেলনে এসেছিলেন। সেখানে নিজের প্রথম সেঞ্চুরির অনূভুতি ব্যক্ত করতে গিয়ে টাকার বলেন, ‘সেঞ্চুরি পাওয়া অবশ্যই বিশেষ একটা ব্যাপার। তবে সেটি যে আজই হয়ে যাবে, তা ভাবিনি। আমরা অনেক চাপে ছিলাম। দিনটাও দুর্দান্তভাবেই কেটেছে। বাংলাদেশে আমাদের প্রথম টেস্ট। আমার ও দলের জন্য এটি খুবই বিশেষ কিছু।’
আয়ারল্যান্ড দল চেয়েছিল মাঠে ব্যাট করতে, ‘আমরা সবকিছু সরল রাখতে চেয়েছি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অনেক পরিকল্পনা, ম্যাচ-আপের ব্যাপার থাকে। তবে টেস্ট ক্রিকেট হচ্ছে আপনি কিসে ভালো করেন, কোথায় আপনার শক্তিমত্তা—সেসবের ওপর ভরসা করা। আমরা জানি বাংলাদেশ খুবই নিখুঁত (বোলিংয়ে)। আমাদের পরিকল্পনাই ছিল তাদের ক্লান্ত করে তোলা, দিনটাও গরম ছিল বেশ।’