নিজের নামে ফুটবল টুর্নামেন্ট আনছেন মেসি

0
নিজের নামে ফুটবল টুর্নামেন্ট আনছেন মেসি

প্রতিভাবার ফুটবলার খুঁজতে এবার নিজের নামে টুর্নামেন্টে আয়োজন করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

তার প্রডাকশন কোম্পানি ৫২৫ রোজারিও পরিচালনা করবে ‘মেসি কাপ’। এই টুর্নামেন্টের উদ্দেশ্য ফুটবলের ভবিষ্যৎ তারকা বের করা। 

টুর্নামেন্টের বিষয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টাইন কিংবদন্তি লিখেছেন, এটি শুধু টুর্নামেন্ট নয়, খেলা, সংস্কৃতি ও অন্যান্য আকর্ষণীয় কার্যক্রমের সঙ্গে আগামী প্রজন্মের ফুটবলের উদযাপন।

মেসি কাপে অংশ নেবে মোট ৮ দল।

দলগুলোর নামও চূড়ান্ত হয়েছে— বার্সেলোনা, রিভার প্লেট, ইন্টার মিয়ামি, চেলসি, ইন্টার, অ্যাটলেটিকো মাদ্রিদ, নিউওয়েলস ওল্ড বয়েজ, ম্যানচেস্টার সিটি। অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্টটি আগামী ৯ ডিসেম্বর শুরু হবে। শেষ হবে ১৪ ডিসেম্বর। ৬ দিনের টুর্নামেন্টটির সব ম্যাচ হবে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠ চেস স্টেডিয়ামে।

দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে খেলবে দলগুলো। খেলা হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। মোট ম্যাচ ১৮টি। সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থাকার বাইরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ম্যাচগুলো কীভাবে তা এখনো জানায়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here