নিজেদের সাফল্যের সূত্র জানালেন টাকার

0
নিজেদের সাফল্যের সূত্র জানালেন টাকার

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। দেশের মাটিতে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানেই থামে স্বাগতিক দলের ইনিংস। আর এই ম্যাচে আইরিশদের হয়ে বল হাতে মাত্র ১৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ম্যাথু হামফ্রেস। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামফ্রেসের বোলিং নিয়ে লরকান টাকার বলেছেন, ‘(হামফ্রেস) দারুণ অ্যাকুরেট বোলিং করে গেছে। লাইন মেইনটেইন করে গেছে। সে নিজের কাজের জন্য পুরস্কারও পেয়েছে। দারুণ স্পেল ছিল। সব মিলিয়ে বেশ ভালো করেছে।’

টাকার আরও বলেন, ‘শুরুর দিকে বোলিংয়ে যত অ্যাকুরেট হওয়া যায় চেষ্টা করে গেছি, ম্যাথু এবং মার্ক (অ্যাডায়ার) তাদের কাজটা দারুণভাবে করে গেছে। আমার মনে হয় এই উইকেটে অ্যাকুরেট বোলিং করলে আপনি সেটার মূল্য পাবেন। এভাবেই এগিয়েছি আমরা আজকে।’

পাওয়ার প্লেতে ২০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখানেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল কী? জবাবে টাকার বললেন, ‘এমন না হয়তো। তবে পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে খুব বেশি দল জিততে পারেনি আসলে। ফলে আমরা এটা জানতাম। সবাই কঠোর পরিশ্রম করে গেছে। অ্যাকুরেট হতে চেয়েছে সবাই। বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখতে চেয়েছে লম্বা সময় ধরেই। এভাবেই সবাই সফল হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here