আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয়। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৬৫ রান না তুলতেই আসে বৃষ্টি। এরপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
বৃষ্টির আগপর্যন্ত ১৬.৩ ওভারে ৩ উইকেটরে মধ্যে বাংলাদেশি পেসাররা পেয়েছেন দু’টি এবং একটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। এক ভিডিও বার্তায় ম্যাচে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ, ‘বোলিংয়ে আমাদের যে পরিকল্পনা ছিল- ফোর্থ থেকে ফিফথ স্টাম্পে ওদেরকে বল করা, স্টাম্প টু স্টাম্প বল করা, জায়গা না দেওয়া। যতটুকু সম্ভব স্টাম্পে বল করা, সুইং ও নতুন বলের ব্যবহার করতে পারা। যতটুকু সম্ভব সামনে বল করা।’