‘নিজেকে জনগণের সেবক মনে না করলে চাকরি করার দরকার নেই’

0

মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন, নিজেকে জনগণের সেবক মনে না করলে সরকারি চাকরি করার দরকার নেই। জনপ্রতিনিধিরা হচ্ছে জনগণের আস্থার প্রতিক। জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। 

আজ শনিবার বিকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলা পর্যায়ে তাদের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে মত বিনিময় করেন। 

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব আরো বলেন, সরকারি কর্মকর্তাদের প্রত্যেককে সংযত ও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। আমরা জেনে শুনে এই চাকরিতে এসেছি। এখানে শুধু আমরা বেতন নেই না। এটির সঙ্গে সম্মানের বিষয় সম্পৃক্ত। জীবনের শ্রেষ্ঠ সময় আমরা এই কাজে ব্যয় করছি। আমাদের অর্জনটা সেই রকম হতে হবে। 

মন্ত্রীপরিষদ সচিব বলেন, চাকরি জীবনে ভুল করা আর অন্যায় করা আলাদা বিষয়। ভুল করলে তার সংশোধন আছে। কিন্তু অন্যায় করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। মন্ত্রী পরিষদ সচিব বক্তব্যের এক পর্যায়ে দেশের বেদখল ও পতিত জমিকে কৃষি আবাদের আওতায় আনা, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রত্যেকটি নাগরিককে স্মার্ট হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টাসহ প্রধানমন্ত্রীর নানা নির্দেশনা সরকারি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। 

পরে মন্ত্রী পরিষদ সচিব জেলা প্রশাসনের ‘ভাল কাজের অনুশীলন, স্বীকৃতি দেবে জেলা প্রশাসন’ শীর্ষক কার্যক্রমের আওতায় আইটি বিভাগে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্যে সদরের হাজরাপুরের সোহাগ মুন্সী ও শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে নিজেকে স্বাবলম্বী আদর্শ কৃষক হিসেবে প্রতিষ্ঠিত করায় সদরের নালিয়ারডাঙ্গি গ্রামের আক্কাস আলী খানকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here